বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভূঁইয়ার বয়স অল্প হওয়ায় গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে তিনি ভারসাম্য হারাচ্ছেন। মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করে বলেন, “আদালতের রায়ে বিজয়ী হলেও বিএনপির নেতা ইশরাক হোসেনকে এখনও শপথ নিতে দেয়া হচ্ছে না। চট্টগ্রামে যদি ডা. শাহাদাত মেয়র হিসেবে শপথ নিতে পারেন, তাহলে ইশরাকের দোষ কোথায়? এখানে অন্তর্বর্তীকালীন সরকার গায়ের জোরে চলার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা প্রকৃত অপরাধী ছিল, তারা এখনও বিচার থেকে রেহাই পাচ্ছে। এই সরকার মূল দায়িত্ব পালনের চেয়ে বেশি অকাজে ব্যস্ত।”
পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, “যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়। পুলিশের মাধ্যমে তাদের দমন করার চেষ্টা হয়। এই সংস্কৃতি অতীতে শেখ হাসিনার সময়ও ছিল।”
রিজভীর মতে, বর্তমান সরকার বিরোধী কণ্ঠকে দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে এবং এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।