রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান ওরফে আতিক (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (২০ মে) রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ পৌর শহরের তোড়াই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, আতিয়ার রহমান ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার অন্যতম আসামি। ওই মামলায় গত বছরের ১০ ডিসেম্বর স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তার আতিয়ার রহমান রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইবাদুল্লা মিস্ত্রিপাড়া মহল্লার মোহাম্মদ আলী শেখের ছেলে। তিনি যুবলীগের স্থানীয় পর্যায়ের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।