বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম—এর পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার সকাল ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
ইশরাক লেখেন, “গণতান্ত্রিক শিষ্টাচার ও রাজনৈতিক যুক্তির জায়গা থেকে আমি আহ্বান জানাই, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। এতে আপনাদের নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে এবং সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও শক্ত হবে।”
তিনি দাবি করেন, যেহেতু এই উপদেষ্টারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত অথবা যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে, তাই তাদের সরকারের দায়িত্বে থাকা যুক্তিসঙ্গত নয়।
নাহিদ ইসলামের উদাহরণ টেনে ইশরাক বলেন, “তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। এটিই হওয়া উচিত রাজনৈতিক শুদ্ধাচার।”
ফেসবুক স্ট্যাটাসে ইশরাক আরও বলেন, “আপনারা যদি পদে থাকেন, তাহলে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দিতে হবে—এটা অনিবার্য। নিরপেক্ষ থাকা সম্ভব নয়। আপনাদের পদত্যাগ সরকারের ওপর জনগণের আস্থা বাড়াবে।”
স্ট্যাটাসের শেষাংশে ইশরাক বলেন, “আইন ও আদালতের রায় মানতে না পারলে দেশ সংস্কারের সূচনা কোথা থেকে হবে? আপনাদের পদত্যাগ এখন সময়ের দাবি।”
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।