বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আরও সুদৃঢ় বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (২১ মে) সকালে যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫-এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে বিমানবাহিনী যৌথ বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিমানবাহিনীর প্রশিক্ষণব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে, যেখানে বিদেশিরাও অংশ নিচ্ছে।”
শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, দেশের প্রয়োজনে বাহিনীটি সবসময় প্রস্তুত থাকবে।
অনুষ্ঠানে ৮৬তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৫ আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। নবীন অফিসারদের মাঝে ট্রফি বিতরণ ও ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান।
অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক কর্মকর্তা ও নবীন অফিসারদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।