নিউইয়র্কে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টেট বিএনপি নেতারা। মঙ্গলবার (২০ মে) অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, হুমায়ুন কবীর, দেওয়ান কাউসার, আনিসুর রহমান, এ আর মাহবুবুল হক এবং শাহজাহান লিটন।
কনসাল জেনারেল বলেন, প্রবাসীদের প্রত্যাশিত সেবা দিতে তার অফিস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সেবার পরিধি আরও বিস্তারে প্রবাসী কমিউনিটির সহযোগিতা কামনা করেন।