টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাবাড়ির গ্রামের মুকসেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মসুচী চলছিল। এসময় একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। তখন পুলিশের ছররা গুলিতে গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুচোখ অন্ধ হয়। ওই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় পুলিশি তদন্তে নজরুল ইসলামের সম্পৃক্তাতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাসেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে বলে দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।