টাঙ্গাইলে ১টি চেয়ারম্যান ও ৪টি ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যান পদে ও চারটি মেম্বার পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা টানা বিকেল ৫টা পর্যন্ত চলে।

সকাল ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। বিকাল ৫টার ভোট গণনা শুরু হয়।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তোফায়েল আহম্মেদ (নৌকা) ৬২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন সরকার আবু (আনারস) পেয়েছেন ৪৬৪৫ ভোট।

করটিয়া ইউনিয়নের ৯নং ওর্য়াডের মেম্বার পদে লতিফ মিয়া (মোরগ) ১৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আজম পেয়েছেন ৭৭৯ ভোট।

ছিলিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে আরিফুল ইসলাম (মোরগ) ৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হায়দার আলী (ফুটবল) পেয়েছেন ৫৯৪ ভোট।

দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে হাজেরা বেগম (সূর্যমুখী) ১৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা বেগম (তালপাখা) পেয়েছেন ১০৩৯ ভোট পেয়েছেন।

সিনিয়র জেলা কর্মকর্তা এ, এইচ, এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলার বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত ছিল।

করোনার সময় সব স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ করা হয়েছে। কোথাও কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি।

ভোটের মাঠ সুষ্ঠু ও শান্তিপুর্ণ থাকায় সকল প্রার্থীই তাদের ফলাফল মেনে নিয়েছেন।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ এবং ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়াও র‌্যাবের ২টি টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের একাধিক টিম মোতায়েন কাজ করেছে।

নির্বাচনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে পালন করেছে।