ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রদল জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সাম্য হত্যার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।”
বুধবারও তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তে গাফিলতি ও ঘাতকদের গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন। এছাড়া তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।