অর্থ ও রাজনৈতিক দলের সুপারিশে আওয়ামী লীগের অনেক অপরাধীর জামিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। পাশাপাশি এসব জামিনের ক্ষেত্রে আইন উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুলের দায় রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব মন্তব্য করেন সারজিস আলম। অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সারজিস লিখেছেন, “টাকা আর রাজনৈতিক সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। অথচ অনেক নির্দোষ ও নিপীড়িত মানুষ জামিন পায় না। হেফাজতের অনেক আলেম এখনও মিথ্যা মামলায় আদালতের চক্কর কাটছে।”
তিনি বলেন, “জুলাই আন্দোলনে এত মানুষ নিহত হলো, প্রকাশ্য দিবালোকে খুন হলো, অথচ নয় মাসে একটি বিচারও সম্পন্ন হয়নি। একটা খুনেরও বিচার হয়নি!”
এই প্রেক্ষাপটে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন সারজিস। তিনি বলেন, “এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”
সারজিসের পোস্টের বিষয়ে এখন পর্যন্ত আসিফ নজরুল কিংবা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।