দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন করা চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
বুধবার (২১ মে) গভীর রাতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পৃথক দুটি অভিযানে তাদের আটক করে। বিজিবি সূত্র জানায়, রাত ১২টা ৩০ মিনিটে ভারতের অভ্যন্তর থেকে বৈরচুনা সীমান্ত দিয়ে দুজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। কিছুক্ষণ পর রামচন্দ্রপুর সীমান্ত দিয়েও পুশ-ইন করা হয় দুজন পুরুষকে। বিজিবি টহল দল স্থানীয়দের সহায়তায় চারজনকেই আটক করে।
আটকদের পরিচয় অনুযায়ী, তারা হচ্ছেন—নড়াইলের মো. রাসেল মোল্লা ও রিফাত মোল্লা, সাতক্ষীরার মনোয়ারা খাতুন (৬৩), এবং যশোরের রুপালি খাতুন (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৫-১০ বছর আগে দালালের মাধ্যমে ভারতে যান এবং গুজরাটে কাজ করতেন। সম্প্রতি গুজরাট পুলিশ তাদের গ্রেপ্তার করে কলকাতা হয়ে সীমান্তে পাঠায়।
পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের বিরল ও হরিপুর থানায় হস্তান্তর করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।