রাজধানী ঢাকার শাহবাগে আগামীকাল রবিবার (২৫ মে) ‘ভারতীয় ষড়যন্ত্র’ রুখে দিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে যাচ্ছে ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির সংগঠক এবি জুবায়ের জানান, রবিবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেব।”
এছাড়া ২৫ থেকে ৩০ মে পর্যন্ত অনলাইন ও অফলাইনে সারা দেশে ‘জুলাই শক্তি’ গড়ে তুলতে প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।