বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বাতিলের রিট খারিজের পর ফেসবুকে হাইকোর্টের বিরুদ্ধে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ দেন। এতে প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে এবং সংবাদ সম্মেলন করে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে দেয়। ওই দিন সারজিস আলম তার ফেসবুকে লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” — যা আদালতের মর্যাদাহানিকর বলে অভিযোগ উঠেছে।