ভারতের দিল্লি থেকে দেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক হওয়া ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৩ মে) গভীর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীর বালাতাড়ী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বিএসএফের পক্ষে ছিলেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি।
পরিচয় যাচাই-বাছাইয়ের পর ২৪ জন বাংলাদেশিকে (পুরুষ ৮, নারী ৮, শিশু ৮) বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট সীমান্তে অবৈধ ‘পুশ-ইন’ ঠেকাতে বিএসএফকে আগেই কঠোর বার্তা দেওয়া হয়। শুধুমাত্র প্রকৃত বাংলাদেশিদেরই গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে এবং অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় চলছে।