নাটোরের সিংড়া উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি কৈগ্রাম এলাকায় বিএনপির পদযাত্রার প্রস্তুতির সময় তাদের ওপর হামলা, মারধর ও হুমকির অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর একটি মামলা হয়। এতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম এবং ৩০-৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।