গত কয়েক সপ্তাহে ভারত থেকে অন্তত ৪০০ জন মানুষকে পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। তাদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশি নাগরিক, যারা কাজের খোঁজে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পুশ-ইনকৃত ব্যক্তিদের সীমান্ত পার করিয়ে দেওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের শিখিয়ে দিচ্ছে কীভাবে কথা বলবে বিজিবির সামনে পড়লে।
এক ভুক্তভোগী জাহানারা খাতুন জানান, বিএসএফ সদস্যরা তাদের বলেছিল, “বিজিবি যদি ধরে, তাহলে বলবে—ভারতে ঢুকছিলাম, কিন্তু বিএসএফ তাড়া দেওয়ায় ফিরে এসেছি।” এছাড়াও বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে তাদের দৌড়াতে বলে যাতে দ্রুত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।
আরেকজন, যশোরের নুরুন্নাহার জানান, তিন বছর আগে মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের জন্য। সম্প্রতি ভারতীয় পুলিশ তাকে আটক করে যাচাই-বাছাই শেষে কলকাতা হয়ে সীমান্তে নিয়ে যায়। ১৭ মে ভোররাতে তাকে ও আরও ১৬ জনকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
নুরুন্নাহার বলেন, “ভুট্টাখেত, জঙ্গল, পানি সব পেরিয়ে হেঁটে আমরা সীমান্ত পার হই। কিছুই চিনি না। পরে বিজিবি আমাদের ধরে।”
বিষয়টি নিয়ে এখনো ভারতীয় কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকার থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।