নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ লাকী আক্তার (২৫) হত্যা মামলার একমাত্র আসামি ও স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৫ মে) সকালে নারায়ণগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, শনিবার (২৪ মে) রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহীদুল ইসলাম ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জালাল ভান্ডারীর ছেলে। তিনি লাকী আক্তারের স্বামী।
পিবিআই জানায়, ১৯ মে বিকেলে পারিবারিক কলহের জেরে শিপন তার স্ত্রী লাকীকে শারীরিকভাবে আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরে রেখে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ২৪ মে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে শিপন স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে রোববার আদালতে পাঠানো হবে।