পশু ক্রয়ের সময় এর কল্যাণ চেয়ে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) কয়েকটি বিষয়ে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে দোয়া করতে বলেছেন। হাদিসে শরিফে এসেছে,
عن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو (إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ! إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ)،
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা অখাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।
অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি।
আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।
হাদিস : আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ কোনো নারীকে বিয়ে করলে বা কোনো দাস ক্রয় করলে সে যেন উল্লিখিত দোয়াটি পড়ে। আর তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে উল্লিখিত দোয়া পাঠ করে। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)