ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ ৯ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২৫ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি মাইন উদ্দিন (৩০) আছেন। তাকে পৌর এলাকার দেবগ্রাম মুন্সিবাড়ী এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, পৃথক অভিযানে গ্রেফতার হন আরও ৮ জন পরোয়ানাভুক্ত আসামি। তারা হলেন—সম্রাট মিয়া, রুহুল আমিন, আনু বেগম, জয়নাল ভুইয়া, কালাম মিয়া, ফোরকান মিয়া ও মোতালেব মিয়া।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।