টাঙ্গাইলের বাসাইল উপজেলায় খন্দকার শরিফুজ্জামান রঞ্জু হত্যা মামলার অন্যতম আসামি তালেব খা (৬০) কে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৫ মে) ভোরে ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার চর গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত সুমেজ খা’র ছেলে।
র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানির কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গত ২৩ মার্চ ভোররাতে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্রের ছয় সদস্যের একটি দল মাদকাসক্ত ফরিদকে (২৫) চিকিৎসার জন্য তার বাড়িতে নিতে যায়। তার বাবা মনির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত হয়।
তবে বাড়িতে পৌঁছানোর পর অভিযুক্তরা র্যাব দলের সদস্যদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন খন্দকার শরিফুজ্জামান রঞ্জু। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মারা যান।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী নুরী আক্তার বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা করেন। মামলার পর গোপন তথ্যের ভিত্তিতে তালেব খাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।