দীর্ঘদিন পলাতক থাকার পর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ মে) ভোররাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তারা আটকের খবর শুনেছেন, তবে কোথা থেকে এবং কারা আটক করেছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি আরও বলেন, “এই অভিযানে জেলা পুলিশের কেউ অংশ নেয়নি।”
এদিকে, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, “কয়েক মাসের নিরলস প্রচেষ্টার পর গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন।”
উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুব্রত বাইন ছিলেন অন্যতম। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনো সক্রিয় রয়েছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নব্বইয়ের দশকের শেষ দিকে ঢাকায় ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি ভয়ংকর অপরাধচক্র গড়ে ওঠে, যার সদস্য ছিলেন সুব্রত বাইন, মোল্যা মাসুদসহ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।