গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের পথ রুদ্ধ করতে একের পর এক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সচিবালয়ের সামনে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশজুড়ে এক অচলাবস্থার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসর আমলারা। তারা যদি জুলাই বিপ্লব বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারাও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “স্বৈরাচারের দোসর আমলাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। দেশের স্বার্থে জুলাই যোদ্ধারা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ লড়াইয়ে প্রস্তুত।”
সমাবেশ শেষে দুপুর দুইটার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।