নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি। ২০২৫ সালের মধ্যে এ সেতুর নির্মাণের কাজ শেষ হবে জানান তিনি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে।
সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোন জটিলতা নেই বলেও নিশ্চিত করেছেন।
মন্ত্রী বলেন, বন্ধু প্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেল সেতু নির্মাণ হবে।
ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রাবাহী ও পণ্য পরিবহন রেল চলাচল করতে পারবে।
এছাড়াও ঢাকার সাথে উত্তর ও পশ্চিম বঙ্গের যাতায়ত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরর্দী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে।
মন্ত্রী বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ প্রমুখ।