আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা পাবেন বিশেষ আর্থিক সুবিধা। রোববার (২৩ জুন) মন্ত্রিপরিষদ সভায় এই সুবিধার হার বাড়িয়ে চাকরিজীবীদের জন্য ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়।
অর্থসচিব জানিয়েছেন, এর আগে এই সুবিধার হার ছিল যথাক্রমে ১,০০০ এবং ৫০০ টাকা। পিআরএলে (অবসরোত্তর ছুটি) থাকা কর্মকর্তারাও সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা পাবেন।
তবে যারা পুরো পেনশন উত্তোলন করে ফেলেছেন এবং এখনো পুনঃস্থাপনের উপযুক্ত নন, তাদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে। একইসঙ্গে বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও পাবেন না এ সুবিধা।
প্রজ্ঞাপনের সংশোধনী শিগগির জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




