অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই নতুন দিন নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও তামিমা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব হাসান এ মামলাটি করেন। তদন্ত শেষে পিবিআই তিনজনকে দোষী করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
তবে মামলার আরেক আসামি তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়, যা বাদীপক্ষের রিভিশনেও বহাল থাকে। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।