ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) ভোরে নিজ বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে এ হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা জানান, ভোরে নামাজ শেষে হাঁটতে বের হলে মোটরসাইকেলে আসা তিন যুবক তাকে গুলি ও কুপিয়ে পালিয়ে যায়। শব্দ শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথা, ঘাড় ও শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
পরিবার এখনো হত্যার কারণ বুঝে উঠতে পারেনি। তবে স্থানীয় এক বিএনপি নেতা জানান, নয়াবাড়ি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।