পটুয়াখালীর বাউফলে ‘গাঁজাখোর’ বলে মন্তব্যকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফাহিম বয়াতী (১৯) নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার বর্ডার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন ফাহিমের বাবা জাকির বয়াতী (৪৫)।
পুলিশ জানায়, ঘটনার শুরু পারিবারিক বিরোধের জেরে। পরীক্ষার পর বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে শাকিল ফাহিমকে আক্রমণ করে। এক পর্যায়ে শাকিল ও তার পরিবারের সদস্যরা পিতা-পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পায়ের মূল রগ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। আহত জাকির বয়াতীকে পটুয়াখালী থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শানু (৪১) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মূল আসামি শাকিলসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার।