ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে এবং নৈতিক সাংবাদিকতা বজায় রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ ও সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রধান সমস্যা এখন ভুয়া ও মিথ্যা তথ্য। দেশের বাইরে থেকেও কিছু গোষ্ঠী এগুলো ছড়াচ্ছে। শুধু ডিজিটাল মিডিয়া নয়, প্রথাগত সংবাদমাধ্যমেও কখনো কখনো ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। এ জন্য জাতিসংঘকে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন তিনি।
ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া প্রতিবেদনে গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ, সাংবাদিকদের সুরক্ষা ও নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের সুপারিশ থাকবে।