টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ শালিসী বৈঠকে সমাধান না হওয়ায় পুলিশের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী ছবুর মিয়া। মঙ্গলবার (১ জুলাই) তিনি দেলদুয়ার উপজেলার কাঠালিয়া গ্রামের আ. কুদ্দুস মিয়া ও আলমগীরের বিরুদ্ধে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে জানা যায়, মৃত আছের উদ্দিনের ছেলে ছবুর মিয়া তিন বছর আগে একই গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির সামনে ৩৬ শতাংশ জমি ক্রয় করে চাষাবাদ করছেন। তবে জমি কেনার পর থেকেই প্রতিপক্ষ তাকে নানা ভাবে হয়রানি করে আসছে।
সম্প্রতি বিবাদীপক্ষ জমির সীমানার খুঁটি তুলে ফেলে উল্টো ওই জমির অংশ তাদের বলে দাবি করে। একাধিকবার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের শালিসী বৈঠকে জমির সীমানা চূড়ান্ত হলেও প্রতিপক্ষ তা মানছে না। এমনকি ছবুর মিয়া তার জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা দেয় এবং গাছ রোপণ করলে সেগুলোও কেটে ফেলে দেয়।
এ বিষয়ে স্থানীয় সাবেক মেম্বার আব্দুল বারেক জানান, “বিবাদীপক্ষ কোনো শালিসী রায় মানছে না। তাই আমরা ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে বলেছি।”
ভুক্তভোগী ছবুর মিয়া সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।