বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিডদের কারণে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণকেও এরা অতিষ্ঠ করেছে। বিএনপি এ ধরনের ‘হাইব্রিডদের’ বিষয়ে সচেতন এবং তাদের দলে কোনোভাবেই জায়গা হবে না।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল জনগণের সাড়া না পেয়ে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে— কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের কথা তুলে ধোঁয়া সৃষ্টি করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের অগ্রযাত্রা, শিল্পায়ন ও সমৃদ্ধিকে পিছিয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলকে মাঠে আসার আহ্বান জানাই। এবার সাড়া না পেলে ভবিষ্যতে জনগণ আপনাদের সাড়া দিতে পারে। তবে নির্বাচন পেছানোর নামে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রোধ করা যাবে না।”
সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশও দেন তিনি।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি ও হিন্দু কল্যাণ পরিষদের স্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।