“দ্রুত পদক্ষেপ নিন, ডেঙ্গু প্রতিরোধ করুন, পরিবেশ পরিস্কার করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রচার কার্যক্রম, এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধন ও ডেঙ্গুর লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়।