বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত নেতাদের দমন-পীড়ন ছিল কারবালায় এজিদ বাহিনীর নির্মমতার মতোই নিষ্ঠুর। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘‘১০ মহররম মুসলমানদের জন্য এক শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। এই দিনে অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। তার আত্মত্যাগ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘‘গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। দেশ ছেড়ে পালানো আওয়ামী নেতাদের এই দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীরই পুনরাবৃত্তি।’’
তারেক রহমান বলেন, ইমাম হোসেন (রা.)-এর চেতনা থেকেই শিক্ষা নিয়ে এ দেশে ন্যায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। যেন আর কোনো অত্যাচারীর উত্থান না হয়— এজন্য ইমাম বাহিনীর আত্মত্যাগ চিরকাল প্রেরণা জোগাবে।
বার্তার শেষে তিনি শহীদ ইমাম হোসেন (রা.) ও তার পরিবার-সঙ্গীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং রুহের মাগফিরাত কামনা করেন।