কুমিল্লার দাউদকান্দিতে কৃষকদল নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা মিজানুর রহমান প্রধানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, গত ৩ জুলাই দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে ইন্ধন ও নির্দেশনার অভিযোগ উঠে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও জবাব সন্তোষজনক হয়নি। স্থানীয় পর্যায়ে তদন্তেও অভিযোগের সত্যতা মেলে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, “মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও অন্যায় কাজের প্রমাণ মিলেছে। এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসের জায়গা নেই, ভবিষ্যতেও থাকবে না।”
বহিষ্কারাদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।