টাঙ্গাইলে উদীয়মান ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী গলফ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অর্ধদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম, এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ কাদির, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী, আব্দুল্লাহ আল মামুন এবং জেলা সমন্বয়ক রাসেল খান প্রমুখ।
অর্ধদিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় ৫০ জন উদীয়মান ক্রিকেটার অংশগ্রহণ করেন। পরে স্কাইবাইয়ের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থাকে ৫০টি ক্রিকেট বল উপহার হিসেবে প্রদান করা হয়, যা স্থানীয় ক্রিকেটারদের উন্নয়নে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।