সংরক্ষিত নারী আসনের বিরোধিতা করে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের সংসদে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
পাপিয়া বলেন, ‘আমি সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন চাই না। নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসুক — এটাই সঠিক পদ্ধতি।’
তিনি আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) পরিবর্তন করে ৩৫০টি আসনের মধ্যে দলের অবস্থান অনুযায়ী একটি অংশ নারীদের জন্য নির্ধারণ করে সরাসরি ভোটে নির্বাচন দেওয়ার প্রস্তাব দেন।
তার কথায়, ‘তাদের সরাসরি নির্বাচনে নমিনেশন দিন, পিআর-এর (Proportional Representation) দরকার নেই। সংরক্ষিত নারী আসনেরও আর প্রয়োজন নেই।’
পাপিয়া বলেন, ‘ভোটারদের ৫২ শতাংশই নারী। অনেক পুরুষই মধ্যপ্রাচ্যে কর্মরত। তাই দেশে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারই বেশি।’
বিএনপির সংস্কার প্রস্তাবনায় এই বিষয়টি রাখা হয়েছে কি না — এমন প্রশ্নে তিনি জানান, ‘এটি প্রস্তাবনায় আছে কি না, তা বুধবারের মিটিংয়ে আলোচনা হবে। সেখানে নারী নেত্রীদেরও ডাকা হয়েছে। মিটিংয়ে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’