জাতীয় পার্টিতে (জাপা) নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। মহাসচিব পদ থেকে মজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
দলের ভেতরে বেশ কিছুদিন ধরেই প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে অস্থিরতা চলছিল। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও সাবেক মহাসচিব মজিবুল হক চুন্নু চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রকাশ্য বিরোধিতার কারণে শুধু মহাসচিব নয়, কয়েকজন প্রেসিডিয়াম সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে কয়েকজনকে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
দলের অভ্যন্তরীণ এই রদবদলকে ঘিরে জাতীয় পার্টির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।