আগামী জাতীয় সংসদ নির্বাচনে য那些 বিদেশি পর্যবেক্ষকরা গত তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে বৈধতা দিয়েছিলেন, তাদের এবার পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিৎ সিংয়ের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি আরও জানান, ভোটের দিন এখনও নির্ধারিত হয়নি। দিন ঠিক হলে দুই মাস আগেই তা জানিয়ে দেওয়া হবে। এ সময় তিনি জানান, আসন্ন নির্বাচনে দুর্গম এলাকায় প্রচার, নারী ভোটারের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে কমিশন কানাডার সহায়তা চেয়েছে।
এর আগে, সকালে কানাডিয়ান হাইকমিশনারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।