টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বারইপটল গ্রামের কাজল রেখা (৪০), তার ছেলে শ্রাবণ (১৫) এবং ময়মনসিংহের কোতোয়ালি থানার বাসন্তী দেবীর স্ত্রী ফুল কুমারী (৩৫)। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও একজন নারী আহত হয়েছেন।
পুলিশ জানায়, জামালপুরের দিগপাইত থেকে ময়মনসিংহের ভালুকাগামী যাত্রীবাহী সিএনজিটি বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী মাহী এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিনজন মারা যান এবং দুইজন আহত হন।
ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ জানান, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত কাজল রেখার বাবা মজিবর রহমান জোয়ার্দার কাঁদতে কাঁদতে বলেন, ‘মেয়ে আমার চাকরিতে যোগ দিতে আর ছোট নাতিকে বাবার সঙ্গে দেখা করাতে যাচ্ছিল। এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল, আর কেউ রইল না আমাকে দেখার।’