টাঙ্গাইলের মির্জাপুরে অটো রিকশা চুরির অভিযোগে ফালু মিয়া (৫০) নামের এক অটোচালককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের ওই ঘটনা জামুর্কী ইউনিয়নের গুচ্ছ গ্রামে ঘটে।
স্থানীয়রা জানান, ফালু মিয়া ওই গ্রামের জলিল মিয়ার ছেলে। মাদক ব্যবসায়ী পরিচিত জিয়ারত, যিনি অটো রিকশা ভাড়া দেন, ফালুকে চোর সন্দেহ করে বাড়িতে নিয়ে মারধর করেন। পরে রাতে ফালু মারা যান।
পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, হত্যার পর মরদেহ ঘরের ধরনার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে চালানো যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জিয়ারতের বাড়িতে ভিড় করেন।
জামুর্কী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান বলেন, ‘জিয়ারত অটো ভাড়ার আড়ালে মাদক ব্যবসা করেন। পুলিশ তাকে আগেও গ্রেপ্তার করেছিল, কিন্তু রহস্যজনকভাবে মুক্তি পেয়েছেন। আমরা জিয়ারতকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’