নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরের বন এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের মৃত পাশান মণ্ডলের ছেলে আব্দুল বাছেদ (৬০)।
তার লাশটি ০৭ নভেম্বর (শনিবার) দুপুরে মোনারবাইদ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার (০৭ নভেম্বর) শনিবার স্থানীয়রা বনের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
লাশটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত হয়। নিহতের মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।
পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলা যাবে না।
আবার খুব বেশি খারাপও বলা যাবে না। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
তিনি আরো বলেন, মাঝখানে করোনার সময় গরু চুরির ঘটনা বেড়ে গিয়েছিল।
তার আগে ডলার কেনা-বেচার নাম করে বিভিন্ন এলাকার লোককে এই এলাকায় এনে পিটিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
তারও আগে ফেব্রুয়ারি মাসে একটি অর্ধ-গলিত লাশ উদ্ধার হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারী আরো বাড়ানোর দাবি জানান তিনি।
এই ঘটনায় অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রহিম জানান, এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।
আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
কোন নির্দোষ ব্যক্তি যেন ভোগান্তি বা হয়রানীর শিকার না হয়।
ঘটনার বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল মুঠোফোনে জানান, ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত চলছে। সম্পাদনা – অলক কুমার