টাঙ্গাইলে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যার মূল বিষয় ছিল বাংলাদেশের বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য। শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামের ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘বাতিঘর আদর্শ পাঠাগার’ এবং সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় আয়োজিত এ আয়োজনে প্রায় অর্ধশত শিশু প্রাণবন্তভাবে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি শাহজাহান, সহকারী গ্রন্থাগারিক হাবিবুর রহমান, শাকিল আহমেদসহ অন্যান্য সদস্য ও অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরা।
পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জানান, আষাঢ়-শ্রাবণ মাসজুড়ে চলা বর্ষাকালে প্রকৃতির পরিবর্তন ও সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরতেই এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘প্রাকৃতিক রূপ শিশুদের চিত্রের মাধ্যমে প্রকাশ পেলে তাদের মনে ঋতুভিত্তিক বাংলার সৌন্দর্য গেঁথে যাবে।’
আগামী ৩০ জুলাইয়ের (১৫ শ্রাবণ ১৪৩২) মধ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলনের ফেসবুক পেজে প্রতিটি পাঠাগার থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়েও সেরা তিন জনকে বাছাই করা হবে। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট পাঠাগারে।