রাজধানীর চকবাজারে ব্যবসায়ী ও যুবদল কর্মী মইনের আলোচিত খুনের ঘটনায় মূল হত্যাকারীদের বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শনিবার (১২ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘মইনকে প্রকাশ্যে পাথর মেরে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে পুরো জাতি স্তম্ভিত। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ ও সিসিটিভিতে শনাক্ত হলেও পুলিশ কৌশলে তাদের বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করেছে।’
মুন্না ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘটনার ৬০ ঘণ্টা পার হলেও মূল খুনিরা ধরা পড়েনি। এটি একটি বড় রহস্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে রগ কেটে হত্যা, চাঁদপুরে ইমামের ওপর হামলা, কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যা, ঢাবির হলে ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের খুন—সবই এর প্রমাণ।’
যুবদল সভাপতি জানান, এই ঘটনার সঙ্গে যেসব যুবদল ও ছাত্রদল কর্মীর নাম এসেছে, তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সঠিক তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করুন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।’