বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, দলকে আগে দখলবাজ ও চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করতে হবে। না হলে ক্ষমতায় ফেরার স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে।
শনিবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশের এমন কোনো হাট-বাজার নেই যা আপনারা দখল করেননি। জনগণকে সন্ত্রাস আর চাঁদাবাজি উপহার দিয়ে ভোট চাইবেন—এটা আর হবে না। আগে দলকে শৃঙ্খলিত করুন, নয়তো দেশের মানুষ আপনাদের আর গ্রহণ করবে না।’’
তিনি আরও বলেন, ‘‘আগামী নির্বাচন হবে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে। দেশের মানুষ ভোটের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে, ইনশাল্লাহ।’’
এ সময় তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের জনসংযোগ আরও বাড়ানোর নির্দেশনা দেন। পাশাপাশি আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা ‘জাতীয় সমাবেশে’ অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি সম্মেলনে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও মহিবুল্লাহসহ অন্যরা। সম্মেলনে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।