পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহাল দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাঠে গরু চরাতে গিয়ে সোহানুর রহমান সোহান মোল্লা (২৮) নামে এক রাখাল গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর সাড়া ইসলামপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহান সাড়া ইউনিয়নের মাঝদিয়া চৌধুরীপাড়া এলাকার সাহাবুদ্দিন মোল্লার ছেলে।
গুলিবিদ্ধ সোহান জানান, সকালে পদ্মা নদীর চরে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ দুই পক্ষের গোলাগুলিতে তিনি গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালু উত্তোলন নিয়ে সুলতান আলী বিশ্বাস টনি ও শহিদুল ইসলাম মোল্লার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা-মামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষই পালিয়ে যায়। ঈশ্বরদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বালু উত্তোলনকারী সুলতান আলী বিশ্বাস টনি দাবি করেন, তিনি বৈধভাবে বালু উত্তোলনের অনুমতি পেয়েছেন। তবে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা তার অনুমতির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।
স্থানীয়রা দ্রুত পদ্মা নদীর বালুমহালে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।