সারা দেশে সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মতো অপরাধের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে।
পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় মোট ১,৯৩০টি খুনের মামলা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১১ জন মানুষ হত্যার শিকার হয়েছেন।
মাসভিত্তিক হিসাব বলছে, জানুয়ারিতে খুন হয়েছেন ২৯৪ জন, ফেব্রুয়ারিতে ৩০০, মার্চে ৩১৬, এপ্রিলে ৩৩৬, মে মাসে ৩৪১ এবং জুনে সর্বোচ্চ ৩৪৩ জন।
এছাড়া ছয় মাসে সারা দেশে ৩৬৬টি ডাকাতি ও ৯৭০টি ছিনতাইয়ের মামলা হয়েছে। অপহরণের শিকার হয়েছেন ৫১৫ জন। নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১১ হাজার ৮টি, যা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে গভীর শঙ্কার বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা, ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে খুনের ঘটনা তুলনামূলক বেশি ঘটছে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ এসব হত্যাকাণ্ডের বড় কারণ বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
পুলিশের অপরাধ পরিসংখ্যান বলছে, এ প্রবণতা না কমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই সমাজের প্রতিটি স্তরে অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও সচেতনতা জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।