দলীয় প্রতীক নিয়ে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা জানান, ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক তারা মানবেন না।
সকাল ১১টার দিকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘‘শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। শাপলা না পেলে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবো।’’
এসময় আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ প্রসঙ্গেও দাবি তুলে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীকটি তালিকা থেকে বাদ দিতে হবে।
এদিকে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং এনসিপির প্রতীক নিয়ে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
দলটি জানিয়েছে, প্রতীক সংক্রান্ত দাবি আদায় না হলে সব আইনি সুযোগ কাজে লাগিয়ে তারা লড়াই চালিয়ে যাবে।