ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন রূপে আয়োজিত মেগা ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। সবগুলো গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলল লন্ডনের ক্লাবটি। তবে ৩২ দলের অংশগ্রহণে এই বড় পরিসরের নতুন সংস্করণে প্রথমবার জিতল ‘ব্লুজ’রা।
শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় চেলসি ও পিএসজি। এই মাঠেই আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালও।
পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছে পিএসজি। তবে ফাইনালে কোলে পালমারের জাদুকরী পারফরম্যান্সের কাছে হেরে যেতে হয় তাদের। পালমার একাই করেছেন দুই গোল, আরেকটি করিয়েছেন সতীর্থ জোয়াও পেদ্রোকে দিয়ে। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে দুই গোল করেন পালমার, আর ৪৩ মিনিটে পেদ্রোর গোলে অ্যাসিস্ট করেন তিনি।
বিরতির পর গোল শোধে ব্যর্থ হওয়ার পাশাপাশি ম্যাচের শেষদিকে আরও বিপাকে পড়ে পিএসজি। ৮৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন জোয়াও নেভেস, ফলে ১০ জনের দলে পরিণত হয় ফরাসি ক্লাবটি।
পরিসংখ্যান বলছে বলের দখলে পিএসজিই এগিয়ে ছিল—৬৭ শতাংশ বল দখল রেখে খেললেও চেলসির রক্ষাণাত্মক পরিকল্পনা আর পালমারের দুর্দান্ত ফিনিশিংয়ে হার মানতে হয় তাদের।
বিশ্বকাপ ফুটবলের আগে বড় আকারে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপকে অনেকে কনফেডারেশন কাপের বিকল্প হিসেবে দেখছেন। মূলত ২০২৬ বিশ্বকাপের (যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে) প্রস্তুতির অংশ হিসেবেই এই আসর আয়োজন করা হয়।
Ask ChatGPT