টাঙ্গাইলের কালিহাতীতে দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
গত ১০ জুলাই তিনি তার নির্বাচনী এলাকা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পরও তিনি তৎকালীন ইউএনও বরাবর একই ধরনের অভিযোগ করে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ইউএনওকেও জানিয়েছেন—কালিহাতীর কোথাও বিএনপির নেতা বা কর্মীর পরিচয়ে কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা জনদুর্ভোগ সৃষ্টির মতো কোনো কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না, তিনিও নেবেন না।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক সরকারদলীয় কয়েকজন নেতা নানা মামলার আসামি হয়েও এখনো অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন। এ চক্রের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
বেনজীর আহমেদ টিটো বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডে বিএনপি কখনোই জড়িত নয়। দলের নাম বা আমার নাম ব্যবহার করে কেউ যদি অনিয়ম করে, আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’