নির্বাচন পেছাতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ বলেন, ‘দেশে ষড়যন্ত্র স্পষ্ট। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে।’
সম্প্রতি মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ী খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অন্যায়কে ছোট-বড় করে দেখা যাবে না। কোনো অন্যায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, মব সন্ত্রাস চায় না।’
তারেক রহমানকে নিয়ে কিছু নেতার বক্তব্যের বিষয়ে জাহিদ হোসেন বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি কাজ করছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দেব না। জনগণই ঠিক করবে কে লাল কার্ড আর কে সবুজ কার্ড পাবে।’
এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।