বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘শুধু ভালো প্রকৌশলী তৈরি করলেই হবে না, আমাদের ভালো মানুষও তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা এবং শৃঙ্খলাবোধই একজন প্রকৃত নাগরিককে দেশের জন্য সম্পদে পরিণত করে।’
শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, ‘শুধু ভালো প্রকৌশলী বা শিক্ষাবিদ, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা কিংবা সামরিক অফিসার হলেই হবে না, তাদের অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত অবদান রাখা সম্ভব নয়।’
সেনাপ্রধান আরও বলেন, ‘আমি সব সময় শৃঙ্খলাবোধ শেখার জন্য অনুপ্রাণিত করি। ভালো মানুষ না হলে দেশের প্রকৃত উপকার সম্ভব নয়। আপনারা মেধা দিয়ে অসাধারণ প্রকৌশলী হবেন এবং দেশের গর্বিত নাগরিক হয়ে উঠবেন।’
তিনি এ সম্মেলনকে ‘একটি গতিশীল প্ল্যাটফর্ম’ হিসেবে আখ্যা দেন, যেখানে নতুন নতুন ধারণার আদান-প্রদান, একাডেমিক আলোচনা এবং গবেষণা উপস্থাপিত হচ্ছে। শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, ‘সীমারেখা ভাঙুন, কৌতূহলী থাকুন এবং উদ্ভাবনের প্রতি অটল থাকুন। এ ধরনের আন্তর্জাতিক ফোরাম আপনাদের একাডেমিক ও পেশাগত জীবনে বড় ভূমিকা রাখবে।’
তিনি সম্মেলনের সব প্রতিনিধি, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।