টাঙ্গাইলে এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহকরা।
মানববন্ধনে ভুক্তভোগী ছানোয়ার হোসেন মোল্লা, মর্জিনা, মো. রবিউল, ঈমান আলীসহ অনেকে বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এই কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা জানান, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমার মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও গ্রাহকদের পাওনা অর্থ ফেরত দিচ্ছে না। বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ কার্যত গা ঢাকা দিয়েছে। প্রতিষ্ঠানটির টাঙ্গাইল অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও হঠাৎ করে উধাও হয়ে গেছেন, অফিস বন্ধ করে কোনো জবাবও দিচ্ছেন না।
এতে হাজারো গ্রাহকের কষ্টার্জিত অর্থ আটকে গেছে এবং পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার অফিসে গিয়ে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রাহকদের পাওনা অর্থ লভ্যাংশসহ ফেরতের দাবি জানান। পাশাপাশি তারা সরকারের জরুরি হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।